পাতা:জিজ্ঞাসা.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

છે. জিজ্ঞাসা যায়। তাহার স্থূলতা মাপিতে হইলে আর ইঞ্চির মাপকাঠিতে চলে না ; ইঞ্চিকে লক্ষ ভাগ কি দশলক্ষ ভাগ করিতে হয়। আকাশবাহী আলোকোৎপাদক ঢেউগুলি যে কাঠিতে মাপ যায়, এই পরদার স্থলতাও সেই মাপকাঠিতে মাপিতে হইবে। এখন মনে কর তেলের ঐ সূক্ষ্ম পরদার পিঠে লাল আলোর ঢেউ পড়িল । কতকগুলা ঢেউ সেই পিঠে লাগিয়াই প্রতিহত ও প্রতিফলিত হইয়া ফিরিয়া আসিবে s কতকগুলা তেলের ভিতর পর্য্যন্ত গিয়া নিম্নস্থ জলের পিঠে ঠেকিয়া পরাবন্তিত হইবে ও ফিরিয়া চলিয়া আসিবে । তেলের পিঠ হইতে যাহারা ফিবে, তাহার একটু আগিয়া থাকে ; যাহারা জলের পিঠ হইতে ফিরে, তাহারা একটু পিছাইয় পড়ে। একটু পিছাইয়া পড়ায় এমন ঘটে, যে ইহাদের মাথার উপর উহাদের পেট আসিয়া পড়ে ; ফলে উভয়েরই সৰ্ব্বনাশ ও লোপপ্রাপ্তি ঘটে ; কেহই আর ঘরে ফিরিয়া আসিতে পারে না ; রাস্তাতেই তাহাদের ঢেউ-লীলার সমাপ্তি হয় । এইরূপে লাল আলোর লোপ হয় । নীল আলো পড়িলে তাহার ভাগ্য ততটা মন্দ হয় না । কেননা, লাল আলোর ঢেউগুলা একটু লম্বা লম্বা ; নীল আলোর ঢেউ তাহার চেয়ে একটু থাটো খাটে । নীলের মধ্যেও যাহারা তেলের পরদায় প্রবেশ করিয়া ফিরিয়া আসেন, তাহা । পিছু পড়েন, এমন কি তাহারা থাটাে বলিয়া একটু অধিব পিচাইয়া পড়েন । কিন্তু তাহাতেই তাহারা আবার বাচিয়া যান। পিছাইয় পড়েন বলিয় তাহদের পক্ষে মাথায় পেটে ঠোকাঠুকি ঘটে ন৷ ও ফলে র্তাহারা বাচিয়া যান । লাল রঙের লোপ হইলে নীল রঙ নিস্কৃতি পায় । শাদ আলো পড়িলে তাহাঁর মধ্যে একটা মাত্র রঙ লোপ পায় ; বাকী রঙগুলা জয়ধ্বনি দিয়া রঙদার হইয়া ফিরিয়া আসে । দল বাধিয়া সকলেই যান—তখন আলো থাকে শাদ ; যখন সঙ্গীহার হইয়া ফিরিয়া আসেন—তখন আলো হয় রঞ্জিল ।