পাতা:জিজ্ঞাসা.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు জিজ্ঞাসা শাদ আলো ভাঙিয়া বিশ্লিষ্ট হইয়া রঙ জন্মে। স্বচ্ছ পদার্থের ভিতর আলো ঢুকিয় ঢেউগুলির রাস্ত ছাড়াছাড়ি হষ্টয়া যায়। রামধন্নুর রঙ এই কারণে জন্মে। স্বৰ্য্যমণ্ডল ও চন্দ্রমণ্ডল ঘেরিয়া সময়ে সময়ে যে মণ্ডল বা পরিবেশ দেখা যায়, সে 2 এইরূপে রঞ্জিত দেখায় । মেঘের জলকণা বা তুষারকণা শুভ্র আলোককে ভাঙিয়া বিশ্লিষ্ট ও বিক্ষিপ্ত করিয়া ছড়াইয় দেয়। ঝাড়ের কলমের রঙ, দুৰ্ব্বাদলে শিশিরবিন্দুর রঙ, হীরকখণ্ডে রঙ, এ সকলের একই মূল। একই কারণ-বিশ্লেষণ । রঙিল কাচের রঙ, রঙিল জলের রঙ, অন্ত কারণে উৎপন্ন । শাদ আলো ভিতরে প্রবেশ করিল ; কোন কোন রঙ আটকাইয়া শোষিত হইয়া গেল ; বাকীগুল ফিরিয়া আসিল । কোন কোন বায়বীয় পদার্থ রঙিল দেখা যায় ; তাহাদের মধ্যে কোন একটা রঙ আটকান যায় ; বাকীগুলা চলিয়া আসে । রঙিল কাগজে, রঙিল কাপড়ে, যে সকল রঙ দেখা যায় ; কাঠের গায়ে, দে ০য়ালের গায়ে ধে সব রঙ মাখান দেখা যায় ; ছবি আঁকিতে চিত্রবিদায় যে শত সহস্র রঙ ব্যবহৃত হয় ; সোণ তামা পিতল প্রভৃতি ধাতু দ্রব্যে যে রঙ দেখা যায় ;–এ সমস্তই এইরূপে উৎপন্ন । শাদ আলো গিয়া গায়ে পড়িল । তাহীর মধ্যে কোন কোন রঙের আলো একটু ভিতরে প্রবেশ করিয়া স16ক পড়িল । কোন কোন রঙের আলো ফিরিয়া আসিল । সাগরের জলের বর্ণ গাঢ় নীল ; শুভ্র স্বৰ্য্যালোকের সহস্র ঢেউ সমুদ্রবক্ষে পড়ে ; সকলে ফিরিয়া আসে না ; গভীর জলরাশি বাছিয়া বাছিয়া কাহাকে টানিয়। লয় ও শোষণ করে ; কাহাকেও "বা ফিরাইয়! দেয় । আকাশের বর্ণ নীল কেন ? বায়ু মধ্যে অতি স্বক্ষ ধূলিকণা সৰ্ব্বদ ভাসিতেছে। এত স্থল্ম যে, সহজে চোখে দেখিতে পাওয়া যায় না। তবে SAAAAAA AAAASAAAA AAAA SAAAAAS euLLL t CBB DDGHHD S S LDDS