পাতা:জীবনচরিত.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দুরূহ ও সঙ্কলিত নূতন শব্দের অর্থ।


____________


অংশ, (Degree) অক্ষাংশ। ভূগোলবেত্তারা বিষুবরেখার উত্তর
  দক্ষিণ অথবা পূর্ব পশ্চিম ভূভাগ ৩৬০ ভাগে বিভক্ত করেন  ইহার এক এক ভাগ এক এক অক্ষাংশ।
অযথাভূত,(Perverted) যেরূপ হওয়া উচিত সেরূপ নহে।অযথা-
 ভূত দর্শন শাস্ত্র, দর্শন শাস্ত্রের যাহা উদ্দেশ্য তাহ প্রতিপন্ন না করিয়া
 তদ্বিপরীতার্থ প্রতিপাদক।
অস্থিত পাটীগণিত, (Arithmetic of Infinites) এক প্রকার অঙ্ক
 শাস্ত্র।
আধিশ্রয়ণিক ব্যবধি, (Focal Distance) অধিশ্রয়ণ অগ্নিস্থান,
 চুল্লী। আলোকের কিরণ সকল দূরবীক্ষণের মুকুরের মধ্য দিয়া  গমন করিয়া যে স্থানে মিলিত হয় তাহাকে অধিশ্রয়ন কহা
 যায়। মুকুরের সর্বাপেক্ষায় উচ্চভাগ ও অধিশ্রয়ণ এই উভ
 য়ের অন্তরকে আধিশ্রয়ণিক ব্যবধি কহে।
আভিজাতিক চিহ্ন, (অভিজাত কুল, বংশ) কুলপরিচায়ক চিহ্ন। আবিষ্কিয়া, (Discovery) অপ্রকাশিত অথবা অপরিজ্ঞাত বিষয়ের
 উদ্ভাবন।
উদ্ভিদবিদ্যা, (Botany) উদ্ভিদ তরু গুল্মাদি। তরু গুল্মাদির অব
 য়বসংস্থান, প্রত্যেক অবয়বের কার্য্য, উৎপত্তি স্থান, জাতি- বিভাগ ইত্যাদি ষে শাস্ত্রে নিণীত আছে।
উপকূল (Coast) বেলাভূমি, সমুদ্রসন্নিহিত ভূপ্রান্তভাগ।
উপপ্লব, (Tumults) প্রভুশক্তির প্রতিকূলে প্রজাগণের অভ্যুত্থান।