পাতা:জীবনসঞ্চার.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ खैौ बन ग१४iब्र ! পিতা বা মাতার কোনও পীড়া থাকে, আর যদি বরকন্যা উভয়েই সুস্থ ও সবল হয়েন, তাহ হইলে র্তাহাদের অপত্যাদি পীড়ার হস্ত অতিক্রম করিতে পারে । ৩। যদি পিতা বা মাতার রোগ সত্ত্বেও র্তাহাদের সন্তান রোগগ্রস্ত না হয়, তাহ হইলে রোগ যে তার সে বংশে লক্ষিত হইবে না এমন নছে। রোগ পোত্রে বা দোছিত্র-পুত্ৰে বৰ্ত্তিতে পারে । ৪। কিন্তু যদি সন্তানের সন্তানেও সে রোগ পরিলক্ষিত না হয় তাহা হইলে সে বংশে আর সে রোগ সংক্রা হইবার ভয় থাকে না । চিকিৎসকে । উপযুক্তি রোগ সম্বন্ধে যে সকল নিয়ম নি . Ifরত করিয়াছেন, অনেকেই তাহা অবগত না থ....ায়, না বুঝিয়া বিবাহ করিয়া থাকেন। সুতরাং প্রায়ই পিতৃপীড়াযুক্ত অনেক শিশু ভূমণ্ডলে জন্মগ্রহণ করে। সময়ে যত্ব করিলে এই সকল শিশু পীড়ার কষ্ট হইতে নিস্তার পাইতে পারে। নিতান্ত শৈশবাবস্থা হইতে রীতিমত যত্ন করিলে শিশুর শরীরে পিতৃরোগ স্থান