পাতা:জীবনসঞ্চার.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন সঞ্চার । ఏ0 পায় না । পিতৃরোগগ্রস্ত শিশুকে বিশেষ যত্বের সহিত লালন পালন করা উচিত । শিশুকে উষ্ণ বস্ত্রে আর ত রাখিতেহইবে, প্রত্যহ বায়ু-সেবন করাইতে হইবে, স্নানাদি শিশুস্বাস্থ্যদায়ী ব্যবস্থা সকল অনুসরণ করিতে হইবে। এই শিশু যৌবনকাল প্রাপ্ত হইলেও ইহার স্বাস্থ্যের প্রতি বিশেষ দৃষ্টি রাপিতে হইবে। যৌবন প্রারম্ভে মানসিক পরিশ্রম অত্যধিক না হওয়াই প্রার্থনীয় । যাহার পূর্ব পুরুষ যক্ষ, উন্মাদ বা পক্ষাঘাত রোগগ্রস্ত ছিলেন তাহার কোন মতেই অত্যধিক মানসিক বা শারীরিক পরিশ্রম করা উচিত নছে ; সুনিয়মে আহার, বিচার ও ব্যায়াম করা তাছার পক্ষে অতিশয় উপকারী। পূৰ্ব্ব পুরুষ হইতে সংক্রান্ত পড়ার নিবারক ঔষধের মধ্যে {'wl Livr 0il একটা প্রধান । দিন তিন চামচ করিয়া সেবন করা উচিত । রোগ পিতামাতা কর্তৃক সন্তানে সংক্রামিত হইয়া পুরুষাণুক্রমে সংক্রান্ত হইতে পারে। কিন্তু পিতামহ কর্তৃক পৌত্রে রোগ সংক্রান্ত হওয়া অসম্ভব নহে। পিতামহ কোন বিশেষ রোগগ্ৰস্ত