পাতা:জীবনসঞ্চার.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সূচনা। জরায়ুতে জীবনসঞ্চারের সঙ্গে সঙ্গেই স্ত্রী পুরুষের জাতিগত বিভিন্নতা আরম্ভ হয়। মানববীৰ্য্যের পরিপক্কতার তারতম্যানুসারে যে গর্ভস্থ প্রাণী স্ত্রী বা পুরুষ হইবে ইহার কোন অর্থ নাই । গর্ভসঞ্চারকালে পরমপিত। যে প্রাণীকে স্ত্রীত্ব প্রদান করিবেন, সে স্ত্রীজাতি হইবে, যাহাকে পুরুষত্ব প্রদান করিবেন সে পুরুষ হইয়া জন্মগ্রহণ করিবে। বিজ্ঞান, স্ত্রীপুরুষের জাতিগতপার্থক্যোৎপাদক আর কোন ও বিশিষ্ট কারণ আবিষ্কার করিতে পারে নাই । ভূমিষ্ঠ হুইবার কাল হইতেই স্ত্রীপুরুষের জাতিগত বিভিন্নতা লক্ষিত হইয়। থাকে। পণ্ডিতবর্গ নবপ্রসুত বালক ও বালিকাগণের গুরুত্ব ও দৈর্ঘ্য তুলনা করিয়া দেখিয়াছেন । র্তাহারা স্থির করিয়াছেন যে নবপ্রসুত বালিকাপেক্ষ বালকগণ প্রায় আৰ্দ্ধসের অধিক ভারী ; দৈর্ঘ্যেও বালকগণ বালিকাগণাপেক্ষা , ইঞ্চি বড় ।