পাতা:জীবনসঞ্চার.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 জীলন সঞ্চীর । বালক বালিকার রদ্ধির নিয়মও পরস্পর বিভিন্ন । বালকের মাংসপেশী সমুচ্চয় বালিকাপেক্ষা , গুণ অধিক সবল হয় । বালকের শরীরে মাংস দৃঢ়তররূপে সংশ্লিষ্ট থাকে ; বালকের অস্থিও বৃহত্তর হয় । তাছার কণ্ঠস্থিও বক্রতর হইয়া উঠে । স্ত্রীজাতি অপেক্ষ। পুরুলজাতির উরুসন্ধিস্থল অধিক অপ্রশস্ত হওয়ায় বালকগণ অতি সহজে দৌড়াইতে পারে । শরীর-গঠন দেখিলে, পুরুষ যেন জীবনের বাধাবিঘ্নচয় অবলীল। ক্রমে অতিক্রম করিবার জন্যই সৃষ্ট হুইয়াছে বলিয়। বোধ হয় । কিন্তু আশ্চর্য্যের বিষয় এই যে, পুরুষ এপ্রকার দৃঢ়কায় হইলেও তাছার জীবনকাল স্ত্রীজাতির অপেক্ষা সংক্ষেপ । জগতে রদ্ধ পুরুষ অপেক্ষ বৃদ্ধ স্ত্রীর সংখ্যাই অধিক । যে জাতিগত বিভিন্নতার উপর মানবের সামাজিক, শারীরিক ও নৈতিক ব্যাপার নির্ভর করিতেছে, সেই পার্থক্য সৃজন করিবার জগৎপাতার একমাত্র উদ্দেশ্য আছে । কেবল একটা মাত্র কাৰ্য্যনিৰ্ব্বাছের জন্য এই বিভিন্নতার সৃষ্টি হইয়াছে। সেই উদেশ্ব—সেই কাৰ্য্য—জন্মদান, নুতন