পাতা:জীবনসঞ্চার.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন সঞ্চার । 6. জীবের জীবনসঞ্চার। মানবমনের সমগ্র অতিলাষ ও বৃত্তিচয় এই অদ্ভূত জন্মদান শক্তির অধীন । এই প্রবৃত্তি সৰ্ব্বাপেক্ষ বলবতী, সৰ্ব্বাপেক্ষ। অদমনীয়, এবৃত্তি চরিতার্থ না করিয়া থাকিতে পার। যায় না । যে দিকে তাকা ও দেখিবে, প্রকৃতি এই বৃত্তিকে মানব অস্তিত্ত্বের একমাত্র পবিত্র কারণ বলিয়। নির্দেশ করিয়া দিতেছে । উদ্ভিদবিৎকে জি জ্ঞাস কর, তিনি এপ্রবণর শত শত উদ্ভিদের কথা উল্লেখ করিবেন, যাহারা অনুর্বরদেশে জন্মগ্রহণ করায় পল্লবর্হীন হইয়াও ফুল ও চল প্রসব করে । প্রাণীতত্ত্ববিৎকে জিজ্ঞাসা কর, তিনি ইন প্রাণীদিগের মধ্যে অনেক প্রাণীর কথা বলিবেন যাহার একবার "জন্মদান’ দিয়া জীবন ত্যাগ করে ; যেন কেবল ঐ একমাত্র উদ্দেশ্য সাধন নিমিত্ত তাহদের জন্ম ম ষ্টয়াছিল । কতস্থলে এই রী গুর ঘোর অবৰ্বে পাঁ ৮ ত হইয়া তাত্মরক্ষার বাসন। কোথায় ভাসিয়া গিছে। প্রাণীমাত্রেই এই বলবতী বৃত্তির সার্থক তার সহিত তুলনায়, জীবনকে তৃণজ্ঞান করে ; এই রক্তির সার্থকতার সছিত যে প্রাণীবিশেষের সম্পক আছে তাছা