পাতা:জীবনসঞ্চার.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

v. জীবন সঞ্চার । সে গুলি চঞ্চলও নহে। যাহাদের শুক্রে এই কীটা গুলির অসদ্ভাব আছে, তাহাদিগের সন্তানোৎপাদিক শক্তি নাই। তামুবীক্ষণ দ্বার এই কীটাণু গুলি পরিলক্ষিত হইতে পারে। অণ্ডকোষ মধ্যে রক্ত হইতে এই শুক্র সৃষ্ট হয়। পাঁচিশ বৎসর বয়ঃক্রম পৰ্য্যন্ত বীৰ্য্য সতেজ থাকে ; তাহার পর হইতে ইহার তেজ হ্রাস হইয়া আইসে । কোন কোন ব্যক্তির আবার মধ্যে মধ্যে শুক্রের তেজ থাকে না । পুরুষ ধৰ্ম্মক কাল প্রাপ্তির পর হইতে কোষ মধ্যে শুক্র প্রস্তুত হইতে থাকে ; এবং সময়ে সময়ে নিদ্রাকালে শুক্র নিঃসৃত হইয়া যায়। এই ব্যাপারে অনেক যুবক ভীত হইয়৷ উঠেন ; কিন্তু ভয় পাইবার কোন কারণ নাই। মলমূত্রনিঃসারণের ন্যায় পৰ্য্যাগু পরিমাণে শুক্র নিঃসরণও চাই । এই প্রকার শুক্র নিঃসরণ হইলেই রতিশক্তি সঞ্চার হইয়াছে বুঝিতে হইবে । তবে শুক্রের অবস্থার প্রতিও দৃষ্টি রাখা চাই। উৎপাদিকাশক্তি সঞ্চারের প্রারম্ভ হইতেই যাহাতে সর্বদা কামোদীপন না হয় তদ্বিষয়ে