পাতা:জীবনসঞ্চার.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনসঞ্চার । २ 3 করিতেছে । তামাক ও মদ সেবনকারী যে কেবল স্বয়ং শক্তিহীন হইয়া পড়ে তাহা নহে, তাছার সন্তানসন্ততিগণও পিতৃপাপের ফলভোগ করিয়া থাকে। কেরাণীগিরি ও সরকারী করাই তামাদের দেশের অধিকাংশ লোকের অদুষ্টে ঘটিয়৷ থাকে। এই দুই কার্য্যই রতিশক্তির হ্রাসকারক। কেন না কেরাণীগিরিতে সমস্তদিন বসিয়া থাকিতে হয় এবং সরকারীতে সারাদিন ঘুরিতে হয়। জল, বায়ুর দোষে বাঙ্গালী নিস্তেজ হইয়। পড়িতেছে, অনেকের এই বিশ্বাস ; র্তাহীদের ভাবিয়া দেখা উচিত যে কেরাণী ও সরকারগণের সন্তান সন্ততি সতেজ হইতে পারে না । অনেকে তাবার সকল দোষ ই বাল্যবিবাহের স্কন্ধে ন্যস্ত করিতেছেন । তাছারা বোধ হয় তামাক ও সুরাবিমের কথা ভ্ৰমেও ভাবিয়া দেখেন না । আমরা পূর্বেই বলিয়া আসিয়াড়ি যে রতিশক্তির সহিত শরীরের সমস্ত রক্তির বিশেষ সম্পর্ক , আছে । জননেন্দ্রিয় সম্বন্ধীয় কোনও পীড়া হইলে, শরীরে অন্যান্য অনেক প্রকার ব্যাদির উদ্ভব হইতে পারে। মনও নিস্তার পায় না। কামরক্তিকে