পাতা:জীবনসঞ্চার.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন সঞ্চর । २१ অবিবাহিত থাকিলে যে কোন মহৎ কার্য্য হৃদয়ের সহিত যোগ দি. ত পারা যায় । বিবাহিত হইলে, স্ত্রী-পুত্র-পালন-চিন্তাম বিত্র ত হওয়ায় অনেক সময় রথায় নষ্ট হয় । জগতে যাহারা মহৎব্যাপার অনুষ্ঠান করিয়া অক্ষয় কীৰ্ত্তি স্থাপন করিয়াছেন, তাছাদের মধ্যে অনেকেই অবিবাহিত ছিলেন । নিউটন,কাট ইত্যাদি তাছার প্রমাণ স্থল । বয়সংক্ষেপের অন্তরোধে অনেকে বিবাহ হইতে নিরস্ত হন। কিন্তু এরূপস্থলে প্রায়ই কুনীতির প্রাদুর্ভাব দেখিতে পাওয়া যায়। প্রাচীন রোমের পতনের পূর্বে বিবাহপ্রথ। তথ। হইতে প্রায় উঠিয়া গিয়াছিল । রোমের পতনের বিশিষ্ট কারণ ও তাই । অনেকে বলেন যে “এ সাধের স্বাধীন জীবন কেন বিবাহশৃঙ্খলে আবদ্ধ করিব ? অবিবাহিত অবস্থায় আমার যাহা ইচ্ছ। আমি তাহাই করিব, কাছার নিকট কারণ দর্শাইতে হইবে না, নিজের ভিন্ন অন্য কাহারও সুবিধার দিকে আমার দৃষ্টি করিয়া কাৰ্য্য করিতে হইবে না । আমার নিজ গৃছে আমি একাধীশ্বর হইয়া রাজত্ব করিব ;