পাতা:জীবনসঞ্চার.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$3. জীবন সঞ্চার । তাহার বিশেষ কোন ব্যাধিগ্রস্ত হয় না, সুতরাং এ সম্বন্ধে কিছু লিখিবার আবশ্যক নাই। কিন্তু অধিকাংশ চিকিৎসকের মত যে এই গৰ্হিত অল্পষ্ঠানের ফল অতিশয় শোচনীয়। ইহা করিলে মানসিক রতিনিচয় ক্ষীণভাব ধারণ করে এবং নানাবিধ দুশ্চিকিৎস্য রোগের সঞ্চার হয় । মনে ঘুণিত স্বার্থপরতার উদ্রেক হয়, উন্নতচিন্তা বা মানবমঙ্গলে স্থা হৃদয়ে স্থান পায় না । অসৎচিন্ত জীবনের সহচর হইয়া উঠে। কথোপকথনেও অসৎপ্রসঙ্গ আসিয়া পড়ে । পুস্তকের অসৎ অংশই পড়িতে প্রবৃত্তি হয়। স্ত্রীলোকের মুখপানে চাহিতে লজ্জাবোধ হয় এবং স্ত্রীলোকের প্রতি ঘৃণাতাবের সঞ্চার হয় । হস্তমৈথুনকারী উন্মাদগ্ৰস্ত হইতে পারে, তাহার উন্মত্ততা প্রায়ই আরোগ্য হয় না । এই সকল জানিতে পরিয়াও কি অভিভাবকগণ সাবধান হইবেন না ? বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রই এই ঘৃণিত অনুষ্ঠানে অভ্যস্ত। ইহার ফল কত ভীষণ তাহ না জানিয়াই বালকগণ ইহাতে রত ছয় । এই কাৰ্য্য যে কতদূর বিভীষিকাময়