পাতা:জীবনসঞ্চার.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন সঞ্চ:র । ○○ তাহা বালকগণকে অবগত করাইলে তাহারা কোন মতেই ইহাতে রত হয় ন । অতি অপবয়সেই বালকগণ হস্তমৈথুন করিতে আরম্ভ করে । একবার অভ্যাস জন্মিয়৷ গেলে একাৰ্য্য হইতে বিরত হওয়া কঠিন । অভিতাবকগণ একটু সাবধান হইলে এই কুঙ্গভ্যাস জন্মাইতে পারে না । বাল্যকালে ভূত্য ও মন্দসঙ্গীগণই এই পাপকার্থ্যের শিক্ষাদেয়, যুবভাব প্রাপ্তির সময়ে কামোছ। প্রবল হওয়ায় অনেকে এই ঘুণিত অনুষ্ঠান আরম্ভ করে । অভিভাবকগণের স্পষ্ট উপদেশ দেওয়া উ চত। এরূপ কাৰ্য্য হইতে বিরত হুইবার জন্ত ভূয়ো ভূয়ঃ নিষেধ করা আবশ্যক। অমর। ৯১০ পৃষ্ঠায় যে সকল নিয়ম সন্নিবে শত করিয়াছি সে সকল নিয়ম লখন করা কোন মতেই যুক্তিসিদ্ধ নহে। অঙ্কশাস্ত্রের প্রভূত আলোচনা প্রশংসনীয় । সঙ্কশাস্ত্রে মন নিবিষ্ট হইলে কাম প্রবল হইবার সবসর প্রাপ্ত হয় না । প্রণরের কাহিণী ও প্রণয়ের কবিতা বালক দিগকে পাঠ করতে দেওয়া উচিত নহে । র্যাহার এই অভ্যাস ত্যাগ করিতে ইচ্ছুক,