পাতা:জীবনসঞ্চার.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“ধাতুর পীড়া !" পূর্বেই বলা হইয়াছে যে নিয়মিতরূপে পরিচালিত করিলে কামরক্তি হইতে অসীম আনন্দ অনুভব করা যাইতে পারে । কিন্তু অনিয়মবশতঃ তামাদের জননযন্ত্রের অপমাত্র বিরুতি জন্মিলে অশেষ যন্ত্রন ভোগ করিতে হয়। আবার কখন কৰ্পন বাস্তবিক বিরুতি উপস্থিত না থাকিলে ও অনেকে বিকৃতি জন্মিয়াছে ভাবিয়া নিতান্ত চিন্তিত হয়েন । পুরুষমনের গঠনও কেমণ আশ্চর্য্য ! পুরুষ জননেন্দ্রিয় সম্বন্ধীয় সামান্য পীড় হইলেও ভাবিয়া আকুল হুষ্টয় উঠে ; জীবনের আশ। একেবারে ত্যাগ করে । স্তরাং কোম কোন স্থলে ভয়ের কারণ আছে এব’ কোন কোন স্থলে পুরুষ রথা ভয়ে কাতর হয় তাহ তামরা লিখিব । “ধাতুর পীড়ার” কথা অনেকেই জ্ঞাত আছেন । এই রোগে অনিচ্ছাসত্তেও বীর্য্য স্থলন