পাতা:জীবনসঞ্চার.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sir জীবন সঞ্চার । হয়। নিদ্রাকালে, মলত্যাগ সময়ে, কিম্বা অপকামোদ্দীপন হইলে বীৰ্য্য স্থলিত হয়। আমরা (৭ই রোগের লক্ষণাদির বিষয়ে কিছু বলিবার পূর্বে দুই একটা কথা বলিতে চাই। অনেকের সপ্তাহে ২৩ বার নিদ্রাকালে বীৰ্য্যস্থলিত হয়। র্তাহারা কোনও উৎকট রোগাক্রান্ত হইয়াছেন বিবেচন:র অমর হইয়া উঠেন। যদি পরিমিত পরিমাণে এ প্রকার রেতস্থলগ হয়--তাছা হইলে কোনও বিশেষ ভয়ের কারণ নাই। ইচ। দুর্বলত। বা রেগের চিহ্ন ন;ছ বরং অনাময়ের পরিচা" ক ! তাহা হইতে কোনও রোগের সৃষ্টি হয় না । তদন্ত একবারও উৎকণ্ঠিত হুইবার আবশ্যক নাই । বাস্তবিক ধাতুরূপীড় হই । রোগী স্বয়ং গহ৷ নিৰ্দ্ধারিত করিতে পরিবেন না ; সুতরাং হায় বৃথা আকুল হুইবার আবশ্যক নাই। তবে যদ্যপি তিনি তাহার স্বাস্থ্যভঙ্গ হইতেছে দেখিয়া “ধাত্রশীড়া” তাহার কারণ বিবেচনা করেন তাহ ছইলে তাহার কোনও চিকিৎসককে সমস্ত বিবরণ বলা উচিত । ইহা লজ্জার বিষয় নহে । লম্পট ও সাধু উভয়েরই এই পীড়া হইতে পারে।