পাতা:জীবনসঞ্চার.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনসঞ্চ:র । SS এই রোগ হইলে প্রত্যহুই বীৰ্য্যক্ষয় হইতে থাকে । স্মরণশক্তি ও অন্যান্য মানসিক রতিনিচয়ও হ্রাস পাইতে থাকে। সর্বাবয়ব পাংশুবর্ণ হইয়া যায়, চক্ষু নিম্প্রভ হয়,মনের স্ফূৰ্ত্তি থাকে না। ইন্দ্রিয়চালনা অসম্ভব হুইয়া উঠে, মনে ভয়ানক বিষাদের আবির্ভাব হইতে পারে,আসঙ্গলিপসাহাস হইতে দেখা গিয়াছে। এই সমস্ত লক্ষণের কতকগুলি উপস্থিত থাকিলে চিকিৎসকের পরামর্শ লওয়া কৰ্ত্তব্য। আমরা পূর্বেই বলিয়াছি যে রোগী স্বয়ং এই রোগ হইয়াছে কি নাস্থির করিতে পারে না। উপযুক্তি লক্ষণগুলি এই রোগ ভিন্ন অন্য কারণেও হইতে পারে । নিঃসৃত পদার্থ অনেক সময়ে শুক্রও না হইতে পারে। নিঃসৃত পদার্থ শুক্র কি না তাহ অনুবীক্ষণ দ্বারা পরীক্ষণ করিলেই জানা যাইতে পারে। নিঃসৃত পদার্থ বাস্তবিক শুক্র হইলেও নিতান্ত শঙ্কিত হইবার কারণ নাই । কত লোক বহুল শুক্রক্ষয় সত্ত্বেও বহু দিন জীবন ধারণকরে। এমনকি জীবনের কোন এক বল মলত্যাগের সময় প্রায় সকল লোকেরই কিঞ্চিৎ পরিমাণে বীৰ্য্য নিঃসৃত হয়। এ প্রকার