পাতা:জীবনসঞ্চার.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 R জীবনসঞ্চার । কিন্তু “কোষ্ঠ পরিস্কার” না হইলে উক্ত ঔষধটা সেবন করা উচিত নহে। স্নান করিবার সময় উচ্চ হইতে মেরুদণ্ডের উপর দশ মিনিট পরিয়া জলসেচন করা উচিত । শয়ন করিবার পূৰ্ব্বে মুত্রত্যাগ করা চাই । চিৎ হইয়া শয়ন করা নিতান্ত অনুচিত। অনেকে লিঙ্গপাশ্বে আইসিংগ্লাস্ (singlais) লাগাইয়া শয়ন করিবার ব্যবস্থাও দেন । গুপ্তব্যাধি । E - ہسہر

  • - - - *

s --~ - مـہ۔ می۔ উপদংশ ও পমেহ । উপদংশ রোগ বেশ্যাসং সর্গের বিষময় ফল । ইহা অপেক্ষা সংক্রামক পীড়া আর কিছুই নাই। কেবল যদি পাপীলোকই এই পীড়াক্ৰান্ত হুইত তাহা হইলে আমরা ইহা তাহার পাপের উপযুক্ত প্রতিফল বিবেচনায় নিশ্চিন্ত থাকিতে পারিতাম । কিন্তু অনেকস্থলে নিরীহ ব্যক্তিগণ হতভাগ৷ লম্পটগণের সংস্পর্শে এই পীড়ণক্রান্ত হয়েন ।