পাতা:জীবনসঞ্চার.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন সঞ্চার । 89 লম্পটের হতভাগিনী স্ত্রী এবং তাছার সন্তাননিচয় তাহার পীড়ার হস্ত হইতে নিস্তার পায় না । এই পীড়া চারি পুরুষ পৰ্য্যন্ত সংক্রামিত হইতে পারে। এই রোগাক্রান্ত ব্যক্তি যে দ্রব্য স্পর্শ করে তাহ অন্য কেহ স্পর্শ করিলেই রোগাক্রান্ত হয়। সামান্য একটী চুম্বনের দ্বারাও এই রোগ সংক্রামিত হইতে পারে | অনেকে আমাদিগকে রথ। আশঙ্কাকারী বলিয়। ভৎ সনা করিতে পারেন । কিন্তু আমর। তজন্য দুঃখিত হইব না। আমরা জানি যে আমরা সত্য কথা ঘোষণা করিতেছি, এল যে পাপের বিরুদ্ধে আমরা লেখনী ধারণ করিয়াছি তাছাও বহুল পরিমাণে বিদ্যমান রহিয়াছে । এষ্ট পীড়া অতি অল্পই নয়ন গোচর হয়, একথা লিখিতে পারিলে আমরা অতিশয় সুখী হইতাম । কিন্তু আমাদের সে কথা কে বিশ্বাস করিত ? এমন নগর নাই, এমন গ্রামু নাচ, এমন পল্লী নাই যে স্থলে বেশ্বাসংসৰ্গজাত পীড়া বিরল । ধনীর প্রাসাদে বা দরিদ্রের কুটীরে, সমাজের সকল অবস্থার লোকের মধ্যেই এই পীড়া বিদ্যমান