পাতা:জীবনসঞ্চার.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38 खौननग१3|श ! রহিয়াছে । তার কাহারও নীরবে থাকা উচিত নহে । সকলে মিলিত হইয়া যাহাতে এই দিন দিন বৰ্দ্ধমান রোগ অদৃশ্য হয় তজ্জন্ত চেষ্টা করা উচিত । বেশ্য সংসর্গে দুইটী পীড়ার উদ্ভব হয় । প্রমেহ এবং উপদংশ । উপদংশ রোগই এই দুইটার মধ্যে অধিকতর ভয়াবহ । আমেরিক আবিষ্কারের পূর্বে ইউরোপে উপদংশের নামও ছিল না। অনেকে বলেন যে কলম্বসের নাবিকেরাই ইউরোপে এই রোগের অবতারণা করে । খৃষ্টীয় ১৫০০ শতাব্দী হইতে ইউরোপে এই পীড়ার অাবিভাব ; তৎপরে সমগ্র পৃথিবী আক্রমণ করিয়াছে। প্রমেহ রোগ বহুদিন হইতে বিদ্যমান আছে । কিন্তু ইহার তেজ পূৰ্ব্বাপেক্ষ অনেক বৃদ্ধি প্রাপ্ত হইয়াছে। সভ্যতা এবং সুনীতি এই রোগের নাশ করা দূরে থাকুক, ইহা ক্রমে ক্রমে বৃদ্ধি পাইয়াছে। যুবকেরা যদ্যপি বেশ্বাসঙ্গমজনিত ভয়ানক বিপদের কথা অবগত থাকিতেন তাহা হইলে তাহার এই ঘৃণিত অনুষ্ঠান হইতে বিরত থাকিতে