পাতা:জীবনসঞ্চার.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনসঞ্চার } 86. দৃঢ়প্রতিজ্ঞ হইতেন। কোন বুদ্ধিমান লোকই ক্ষণস্থায়ী আমোদের জন্ত সমগ্রজীবনের সুখ নষ্ট করিতে প্রস্তুত হইবেন না। বিপদের কথা না জানিয়াই সকলে এই কার্য্য করিয়া থাকে। আমরা এই দুইটা পীড়ার বিষমর ফল দেশাইয়। দিতে চেষ্টা করিব । প্রমেহরোগ পু ঢষাণুক্রমে সংক্রাধিত হয় না, কিন্তু রোগী যাব জীবন কষ্ট পাইতে পারে। তাহার মুত্রনালী সঙ্কুচিত হুইয়া যায়। মৃত্ৰাশয় ফুলিয়া উঠে ৷ শুক্র ক্ষয় ছচতে থাকে, প্রস্রাবকালে জ্বালা বোধ হয় ; রোগীর স্বজ ভঙ্গ রোগও হইতে পারে ; তাহার নানাবিধ চৰ্ম্মরোগ দেখা দেয় । কোন কোন স্থলে দুরারোগ্য বা তরোগও উপস্থিত হয়। প্রমেহ রোগে রোগীই কষ্ট পাইয়া থাকে, অন্যান্য লোককে বিশেষ কষ্ট পাইতে হয় মা । প্রমেছ রোগ বেশ্বাসঙ্গম ভিন্ন অন্য কারণেও হইতে পারে। সকলেরই একথাটা জানিয়া রাখা উচিত। অনেকস্থলে এইটা না জানিয়া অনেক নিৰ্দ্দোমী ব্যক্তিকে দোষী বিবেচনা করা হইয়াছে। ঋতুকালে স্ত্রী সহবাস করিলে, ভোগাধিক্য হইলে,