পাতা:জীবনসঞ্চার.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

%y) জীবন সঞ্চার । কিম্বা কামরক্তি অত্যধিক পরিমাণে উত্তেজিত হইলেও মেহ হইতে পারে। যে সকল স্ত্রীলোকের মুত্রদ্বার হইতে এক প্রকার অস্ত্রপদার্থ নিঃসৃত হয়, তাহীদের সহিত সহবাস করিলেও এই রোগ জন্মাষ্টতে পারে। উপদংশরোগের প্রারম্ভে যে স্থলে ক্লেদ সংলগ্ন হয় সেই স্থলে একটা ক্ষুদ্র ক্ষত দৃষ্ট হয়। ক্রমে ক্রমে অন্যান্ত লক্ষণ লক্ষিত হইতে থাকে। চৰ্ম্ম এবং শরীরের কোমলস্থান সকল এই বিষাক্রান্ত হইয়া পড়ে ; নানাস্থানে ক্ষত হয়, মাংস গ্রন্থি সকল ফুলিয়া উঠে, কণ্ঠনালীতে বেদন জন্মে, উদরের পীড়া হয়, চুল শিপিলমুল হুই: উঠয়। যায়। মনে ক্ষৰ্বি থাকে না, মস্তিষ্কের | 9 হইতে পারে, জিব ও ঠোটের চতুঃপার্শ্ব ক্ষুদ্র ক্ষত লক্ষিত হয়। ক্রমে পীড়া অস্থিতে সংক্রান্ত হয় ; অস্থি গুলি বড় হইয় উঠে, তথায় বেদন। হয় এবং তন্মধ্যে ক্ষতও হইতে পারে ; হাটু, গোড়ালি এবং মাথার হাড়ে প্রায়ই ক্ষত হুইয়। থাকে । এই পীড়াক্রান্ত ব্যক্তি যাহাকে চুম্বন করে