পাতা:জীবনসঞ্চার.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ζ, ο জীবন সঞ্চ{র । কথা লিখিত হইয়াছে আমরা তাছা উদ্ধত করিলাম না, কেননা তাহা হইলে বেশ্বাসঙ্গমের বিভীযিকা হ্রাস করিয়া দেওয়া হয় । বেশ্য | বেশ্ব সঙ্গমই উপদংশ ও প্রমেহ পীড়ার মূল । সুতরাং উক্ত পীড়ার কথ। লিপিলে হতভাগিনী বেশাদিগের কথাও কিছু লিখিতে হয়। সংসারের মহুদমঙ্গলসাধিনী এই রমণিগণের কথা লিখিতে হৃদয় স্তম্ভিত হয়, অন্তর যুগপৎ ঘৃণা ও অমুকম্পায় অভিভূত হইয় পড়ে–কিন্তু তথাপি আমরা এসম্বন্ধে কিছু লিখিব। অনেক পাঠক আমাদিগকে ভৎসনা ও ঘৃণা করিতে পারেন, কিন্তু আমরা মানবহিতার্থে লিখিতেছি ইহা জ্ঞাত আছি, সুতরাং আমরা অপ্রস্তুত হুইব না । নগরে বেশ্যার সংখ্যা অতিশয় অধিক ; এমন গলি নাই ; এমন রাজপথ নাই, এমন পল্লী নাই যে স্থলে এই কলঙ্কিনিগণের পূতিগন্ধময় সাবসের অভাব আচে। ভ্রমণার্থে বহির্গত হইয়া এই পাপিনিগণের নারকীয় অঙ্গভঙ্গী নয়ন হইতে