পাতা:জীবনসঞ্চার.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(१२ জীবন সঞ্চীর । ন সিধ্যতি তৎ কোৎত্ৰ দোষঃ---এ মছাবাক্য এখানে খাটিবে। বেশ্যারতিতে বেশ্ব স্বয়ং দুঃখের জীবন অতিবাহিত করিতে বাধ্য হয় । সতত ভীষণ অন্তঃদর্শহে দগ্ধ হইলেও বাহ্যিক প্রসন্নভা দেখাইতে হইবে । মদোন্মত্তের সহস্র খেয়ালের পরিপোষকতা করিতে হুইবে, কদৰ্ঘ্য ব্যক্তির ন্যস্কারজনক মূৰ্ত্তিকেও প্রাণে মরিয়া ভালবাসার ভাণ করিতে হইবে---এসকল কি সামান্ত কষ্টের বিষয় ! স্বাস্থ্য ভঙ্গ হইয়া ৰাওয়ায় অধিকাংশ বেশ্যই অল্পবয়সে প্রাণত্যাগ করে । শান্তিময় মৃত্যু কয়জন বেশ্বার ভাগ্যে ঘটে? লম্পট, প্রতারক, দস্য প্রভূত দুৰ্জ্জনদিগের অস্ত্রাঘাতে অধিকাংশ বেশ্বারই আয়ুঃকাল নিঃশেষিত হয় । যাহারা নিতান্ত কঠিন-প্রাণ,— কলছ, উন্মত্ততা, ভীষণ ভোগাধিক্যও যাহাদের কিছু করিতে পারে নাই, তাছাদের জীবনই কি সুখের ? হয়ত অন্নাভাবে লালায়িত হইয়া দ্বারে দ্বারে ভিক্ষণ করিয়া জীবন নিৰ্বাহ করিতে হইবে, আবার পরকালের আশঙ্কায় তাহারা ইহকালেই নরকভোগ করে ।