পাতা:জীবনসঞ্চার.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

úb- জীবন সঞ্চ{র । “চড়িবে’ ইত্যাদি গত “সেন্সস’ বিবরণ হইতে একটা বিষয় তুলিয়া দিলেই এ যুক্তি খণ্ডন করা হয়। সেন্সসে প্রকাশিত হইয়াছে যে বাঙ্গালাদেশে অবিবাহিত পুরুষ-সংস্থা এককোটী সত্তর লক্ষ ; অবিবাছিতা স্ত্রীলোকের সংখ্যা এককোটী তিন লক্ষ ; বিধবার সংখ্যা তিয়াত্তর লক্ষ । স্পষ্টই দেখা যাইতেছে যে অবিবাহিত পুরুষের সং স্যা অনেক অধিক । প্রত্যেক অবিবাহিতা স্ত্রীলোকের বিবাহ হইয়া ও “বাজারে” ৬৭ লক্ষ অবিবাহিত পুরুষ “মজুত” থাকে। ইহাদিগের সহিত বিধবাদিগের বিবাহ দিলে ক্ষতি কি ? তা’রপর আর একযুক্তি অর্থনীতির সাহায্য লইয়া । বিধবাবিবাহ প্রচলিত হইলে লোক ংখ্যা অনেক বাড়িবে, এখনই অনেকে খাইতে পায়না, তখন ত নিতান্ত অন্নকষ্ট উপস্থিত হইবে ইত্যাদি । তামরা অর্থনীতি শাস্ত্রে পণ্ডিত নছি, তবে আমরা এই বুঝি যে ভারতবর্ষ ইহার বর্তমান অধিবাসী সংখ্যার অনেক অধিক লোকের পোষণ করিতে পারে । উৎসাহ ও অধ্যবসায় থাকিলে ভয়ের কারণ কিছুই নাই । ঘোর সমর