পাতা:জীবনসঞ্চার.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন সঞ্চার } どう এবিষয়টা ভাবিয়া দেখিয়া, ইহার যাহা হয় একটা উপায় স্থির করিবেন” । ংশোধিত বেশ্যাকে আশ্রয় দিতে পার কিন্তু বেশ্যার বিবাহের অনুমোদন করিতে পারি না বিবাহিতা স্থা। বিবাহের সময় হইতেই পুরুষ, পুরুষ বলিয়। পরিচিত হয়, স্ত্রী, স্ত্রীনামের যোগ্য হয় । বিবাহ বন্ধনে বন্ধ চইলেই পরস্পরের মনে যুগোদয় হয়, তখন হইতেই সমুদয় রক্তিনিচয় উপযুক্ত রূপে পরিচালিত হুইতে থাকে । এই পবিত্র পরিণয়ের সঙ্গে সঙ্গেই মানব স্বাৰ্থপরতা ভুলিয়া যায় ; তখন তার কেবল স্বীয় স্বত্ত লইয়া ব্যস্ত থাকে না । মানব তখন স্বামীত্ব এবং জনকন্তু প্রাপ্ত হয় । তখন তার সে কেবল নিজের জন্য পরিশ্রম করে না। তপন সে বুঝিতে পারে যে তা ত্যাহ্য এমন কতকগুলি লোক আছে যা ছাদের জন্য সে সময় ও অর্থ ব্যয় করিতে বাধ্য । তখন সে ইহুদিগের