পাতা:জীবনসঞ্চার.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&8 জীবন সঞ্চার । করিতে পারেন । র্যাহীদের পিতা বা পিতামহ যক্ষমারোগাক্রান্ত ছিলেন র্তাহীদের বিবাহ করা কোন মতেই উচিত নহে । কেননা তাহার। অত্যপ বয়সে প্রাণত্যাগ করিয়া তাহদের স্ত্রী গণকে চিরবৈধব্য যন্ত্রণায় দগ্ধ করিবেন। প্রৌঢ়াবস্থা অতীত হইলে বিবাহ করা কৰ্ত্তব্য নহে ; অর্থাৎ ৩৫ বৎসর বয়ঃক্রমের পর বিবাহ করা যুক্তিযুক্ত নহে। বিবাহের আরও কতকগুলি ব্যাঘাত আছে ; সে গুলি সচরাচর ঘটে না তত্ৰাচ এস্থলে উল্লেখ করা আবশ্যক বোধ হইতেছে । জননেন্দ্রিয়ের নান। প্রকার বিকৃতি থাকিতে পারে, শুক্র নির্মম দ্বার লিঙ্গমস্তকে না হইয়। লিঙ্গগাত্রে হইতে পারে, লিঙ্গাগ্রত্বক লিঙ্গোপরি অচ্ছেদ্য ভাবে সংযুক্ত থাকিতে পারে ; কিন্তু এ সমস্ত গুলিই অস্ত্রচিকিৎসা দ্বারা প্রতিকৃত হয়। কোষ না থাকিলেও বিবাহ করা যাইতে পারে, কেন না কোষ বাহিরে না থাকিলে ভিতরে থাকিবে তাছার সন্দেহ নাই । লিঙ্গ নিতান্ত ক্ষুদ্র হইলেও ভয়ের কারণ কিছুই নাই।