পাতা:জীবনসঞ্চার.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনসঞ্চায় । ჯ,Y সেবনে ইহা আরোগ্য হইতে পারে। অনেকের মুখ হইতে স্বভাবতঃ এক প্রকার মন্দ গন্ধ বাহির হয় । কচি আমের পাতা দগ্ধ করিয়া তাহাতে দাত মাজলে এই দুৰ্গন্ধ নষ্ট হয়। আমারা বরিস্কার বলিয়া আসিতেছি যে সন্তানোৎপাদনই বিবাহের মুখ্য উদ্দেশ্য । যে পৰ্য্যন্ত সহবাস না হয় সে পৰ্য্যন্ত রীতিমত বিবাহই হয় না। সহবাস সম্বীয় নিয়মাবলী বিবাহের পূৰ্ব্বে কেহই জানিতে পারেন না, বিবাহের পরেও অনেকে অবগত হইতে পারেন না ; কিন্তু না জানায় অনেকেই বহু পীড়াগ্রস্ত হইয়া থাকেন, সুতরাং আমরা নিয়ে এ বিষয়ে কিছু লিখিলাম । এ সম্বন্ধে কিছু লিখিবার পূর্বে আমরা একটা প্রচলিত ভ্রম সংশোধন করিয়া দিতেছি । স্ত্রীলোকের কাম পুরুসের অপেক্ষ আটগুণ বা ষোলগুণ অধিক, এই বিশ্বাস অনেকেরই আছে । কতকগুলি পামওলেখক, নিৰ্ব্বোধলোক এবং নিল্ল জল স্ত্রীলোক এই মতের পক্ষ সমর্থন করে । কিন্তু একথা নিতান্ত প্রমাদসঙ্কুল তাছা আমরা ইতিপূর্বেই বলিয়া আসিয়াছি। স্ত্রীলোকের