পাতা:জীবনসঞ্চার.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१० জীবনসঞ্চার । কাম প্রায়ই পুরুষের শতাংশের একাংশ পরিমিতও নহে। অনেক স্ত্রীলোক আবার একেৰারেই কামরক্তির উত্তেজনা অনুভব করে না। বেশ্যারা অত্যন্ত কামাতুর বলিয়া ভাণ করে, কেন না তাহদের “পশার” বৃদ্ধি হইবে । স্ত্রী স্বামীকে সম্ভোগ করিতে নিষেধ করে না সত্য ; কিন্তু সে কেবল র্তাহাকে সন্তুষ্ট করিবার জন্ত । যদ্যপি স্ত্রীলোকের বক্ষে সন্তান লাভেচ্ছ। বলবতী না থাকিত তাহা হইলে স্ত্রীলোক রতিকার্য্যে কখনই সম্মত হইত না । গর্ভবতী অবস্থায় কিম্বা শিশুপালন কালে ত, স্ত্রীলোকের কাম থাকেই না । গর্ভাবস্থায় যদি কামরতি উত্তেজিত হয় তাহ হইলে গর্ভস্থ শিশুর অনিষ্ট হয় । আমাদের দেশে আদ্য ঋতুর চারিদিবস পরেই প্রায় সকলে স্ত্রীসহবাস করিয়া থাকেন । কিন্তু স্ত্রী সহবাস আরও অনেকদিন পরে করা উচিত । আমরা বারংবার বলিয়াছি এব’ এগনও বলিতেছি যে অত্যধিক পরিমাণে ইন্দ্রিয় চালনা করা আকৰ্ত্তব্য । সকলেরই আত্মদমন অ ভ্যাসে অভ্যস্ত হওয়া উচিত।