পাতা:জীবনসঞ্চার.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bro औरममथंsiब्र । বিকৃত হয়, পক্ষাঘাত হইতে পারে। ইহাত’ গেল পুরুষের কথা, রমণাধিক্যে স্ত্রীলোকের স্বাস্থ্য একেবারে নষ্ট হইয়া যায় । অনেক স্ত্রীলোক শুদ্ধ এই কারণে জীবন হারায় । হৃদরোগ, বলাভাব, স্নায়ুদৌর্বল্য, ইন্দ্রিরশক্তি হ্রাস (অর্থাৎ চক্ষু কর্ণ ইত্যাদির তেজ ও প্রখরতার হ্রাস) অগ্নিমন্দ্যি ও মৃচ্ছ_ভোগ্যধিক্যের চির সহচর। হয়ত অনেকে উল্লিখিত কোন একটা রোগে প্রাণ পৰ্যন্ত হারাইতে পারেন । রোগের সূত্রপাত হইলেক্ট কুঅভ্যাস ত্যাগ করা চাই ; মনেও কুচিন্তার অবতারণা করিতে নাই। তৎপরে চিকিৎসকের সাহায্য গ্রহণ করিতে হইবে চিকিৎসককে ভিতরের কথা সমস্ত খুলিয়। বলিতে হইবে, রোগের কারণ জানিতে পারিলে চিকিৎসার যথেষ্ট *fast o I Giro (Tincture of iron)-orgotá oiá যথেষ্ট উপকার আছে । স্থান পরিবর্তন, ব্যায়াম এবং শীতলজলেস্নান মহদুপকারী। কুঅভ্যাস ত্যাগ না করিলে কিছুতেই কিছু হইবে না ; চিকিৎসা : বিফল হইবে, রোগ বদ্ধমূল হইয়া শেষে প্রাণ লইয়া টানাটানি আরম্ভ হইবে । পুরুষকে ভোগা- .