পাতা:জীবনসঞ্চার.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

切8 জীবন সঞ্চ:র । ডিম্ব বহির্গত হইয়া পড়ে। সেই ডিম্বের সহিত মনুষ্য বীৰ্য্যের সংস্পর্শ হইলেই আর একটা নুতন জীবের সঞ্চার হয় | গর্ভসঞ্চারণ কালে পিতামাতার শারীরিক ও মানসিক অবস্থার উপর গর্ভস্থ শিশুর শারীরিক ও মানসিক অবস্থা নির্ভর করে । মদোন্মত্তাবস্থায় গর্ভ সঞ্চার করিলে গর্ভস্থ শিশু জড় হুইয়া জন্ম গ্রহণ করে, নতুবা মূৰ্ছারোগাক্রান্ত হয়। ভোগাধিক্য, হস্তমৈথুন, প্রচুর খাদ্যাভাব, অত্যধিক শারীরিক বা মানসিক পরিশ্রম, ইত্যাদি কারণে যে সকল লোক ক্ষীণ হটয়া পড়িয়াছে তাহাদের সন্তানগণ প্রায়ই সতেজ হয়না । যাহারা ৩৫ বৎসর বয়সের পরে সন্তানোৎপন্ন করে তাছাদের সস্তানগণ কোন মতে ই সুস্থ শরীর ও দীর্ঘ জীবী হয়না । ৩৫বৎসর বয়সের পর উৎপাদিত সন্তানগণের দাত শীঘ্ৰ পড়িয়া যায়, চুল শীঘ্ৰ পাকিম উঠে, এবং তাহারা কোন মতেই অধিক শারীরিক পরিশ্রম করিতে সক্ষম হয়না । পিতা যখন কোনও পীড়া হইতে আরোগ্য হইতেছেন,কিম্বা যপন তাহার শরীরে রোগের সুত্রপাত হইয়াছে তখন র্তাহার যে