পাতা:জীবনসঞ্চার.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন সঞ্চার । br☾ সন্তানোৎপন্ন হয়, সে অকালে মৃত্যুমুখে পতিত হয় । বসন্তকালে পুরুষ সন্তানোৎপন্ন করিতে বিশেষ সক্ষম হয় | এই সময়ে যে সকল শিশু মাতৃজঠরে জন্ম গ্রহণ করে তাহার। সবল ও সুস্থকায় হয় । ইংলণ্ডের একজন প্রসিদ্ধ চিকিৎসক হিসাব করিয়া দেখিয়াছেন যে,বসন্তকালে তদেশে অধিক গর্ভসঞ্চারণ হইয়া থাকে । গর্ভসঞ্চারণকালে পিতার মন শান্ত থাক। চাই । কামবৃত্তি অত্যধিক উত্তেজিত হইলে ও সন্তানের বিশেষ ক্ষতি জন্মে। তবে পরিমিত রূপে কামরক্তি উত্তেজিত হওয়া চাই ৷ স্ত্রীর সহিত জঘন্য ব্যবহার বা অশ্লীল বাক্যালাপ করিতে নাই । একজনের কয়টা সন্তান উৎপন্ন করা উচিত ? পিতা অনেক গুলি সন্তানের ভরণ পোষণ করিতে সক্ষম হন না, মাতা ও বৎসর বৎসর প্রসব বেদনার কষ্টভোগ করিতে ইচ্ছ,ক হন না | সুতরাং অনেকেই উল্লিখিত প্রশ্নটা জিজ্ঞাস করিতে পারেন । বহুল সন্তানোৎপাদন করিলে পিতা ও মাতা উভয়েরই শরীর ভঙ্গ হইয়া যায়, একথা সত্য । আমাদের দেশে দশ বারটা সন্তানের bア