পাতা:জীবনসঞ্চার.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনসঞ্চার । br" করিবার ব্যবস্থা কেহ কেহ দিয়া থাকেন ; কেছ বা উল্লিখিত “খাপ” ব্যবহার করিবার ব্যবস্থা দেন,কিন্তু আমরা সকল স্থলেই এ প্রকার কার্য্যের অনুমোদন করিতে প্রস্তুত নহি । এ প্রকার অস্বাভাবিক উপায় ব্যবহার করা উচিত নহে । যে আত্মদমন করিতে অসমর্থ সে কি মানব নামের যোগ্য ? আত্মদমনে দীক্ষিত হইয়া স্বাভাৰিক উপায় অবলম্বন করতঃ বহু অপত্য নিবারণ করা উচিত। ঋতুর পনর দিবস পরে রতিক্রিয় করাই একমাত্র স্বাভাবিক উপায় । - ইচ্ছামত কন্যা বা পুত্র উৎপাদন করিতে পারিলে অনেক সুবিধা হয়। অনেকে উপর্যুপরি কন্যা বা পুত্র উৎপন্ন করেন, এবং প্রায়ই তজ্জন্য অতীব ক্ষুণ্ণ হন । আমরা একটা নিয়ম লিপিবদ্ধ করিতেছি ; সেই নিয়মমতে চলিলে ইচ্ছামত কন্যা বা পুত্র উৎপন্ন করিতে পারা যায় | ঋতুর অব্যবহিত পরেই গর্ভ সঞ্চারিত হইলে গর্ভস্থ জীব কন্যা হইয়া জন্মিবে। ঋতুকালের যত অধিক পরে গর্ভসঞ্চারিত হইবে ততই পুত্ৰ হইবার অধিক সম্ভব । রজোদর্শনের ১২১৩ দিবস