পাতা:জীবনসঞ্চার.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b b← জীবনসঞ্চার । পরে গর্ভসঞ্চারিত হইলে নিশ্চয় পুত্র জন্মিবে। আয়ুৰ্ব্বেদের মতে ঋতুর পর যুগ্ম দিবসে গর্ভসঞ্চার হইলে পুত্র জন্মিবে এবং অযুগ্ম দিবসে গর্ভোৎপন্ন হইলে কন্যা জন্মিবে । কিন্তু আমাদের মতে পূর্বের মিয়মটাই অধিক নির্ভরযোগ্য। প্রায়ই দেখিতে পাওয়া যায় যে অপবয়স্ক ব্যক্তিগণের প্রথম প্রথম কন্যাসন্তান জন্মে। ইহার একমাত্র কারণ এই যে যুবক কামোন্মত্ত হইয়া ঋতুর অব্যবহিত পরেই গর্ভসঞ্চারিত করে । কিন্তু যদি স্বামী স্ত্রী অপেক্ষা অধিক বড় হন তাছা হইলে তাহার প্রায়ই পুত্ৰ সন্তান উৎপন্ন হয় । কারণ, অধিক বয়স্ক স্বামীর কামৰ্বত্তি ততদূর প্রবল না থাকায়, তিনি ঋতুর অব্যবহিত পরেই রতিকাৰ্য্য করেন না | উত্তরাধিকার । গুণ ও দোষ ,রোগ ও অনাময়। সন্তান যে পিতার শারীরিক বল ও সৌন্দর্ঘ্যের অধিকারী হয় ইহা প্রমাণ করা কঠিন নছে । পিতাপুত্রের অবয়বের সমতার দৃষ্টান্ত সন্নি