পাতা:জীবন তারা.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

இர জীবন তারা । পড়ে প্রাণ যায়তার ক্ষণমাত্রেনগরে হইল হাহাকাব। মারঃ করে শিশু চলিল সত্বরে। টলমল ক্ষিতি তল চরণের ভরে। এমনি দম্ফেতে চলে বিজয় গোপাল। উপস্থিত হৈল যেন প্রল য়েব কাল ॥রক্তে নদী বহায় ধলায় রবিচাকে।দিবসে রজনী জ্ঞানকেবা কোথা থাকে ॥মাব২ শব্দ যেন পড়ে বজ্রাঘাত। ' দশমাস গৰ্ত্তিণী গরু হয় পান্ত। আবালযুবক বৃদ্ধযায় পল ইয়৷ কোন নারী ধায় রড়ে সন্তানে ফেলিয়া ৷ কেবা কার পানেচায়কোকারে ধরে। হুচটিয়াপড়েকেই যায় যমঘরে। মার২শব্দ শুনে সবে করে গোল ঐ আইল ঐ আইল সবাকার বোল ॥কেহ বলে ৰল ভাই আইল রে কেটা । কেহ বলে ওরে ভাইমাথাকাটা যেটা কেহ বলে মাথাকাটা একিবে অদ্ভুত। তবে বুঝি হবে ভাইস্কন্ধ কাটা ভূক্ত ॥কেহ বলে বরগী আইল Tরবি দেশে। কেহ বলে অইভাই খাইল রাক্ষসে ॥নগরেতে স্ত্রী পুরুষ যে হেথানে ছিল । কেইপলাইল কেছ হুতাশে মরিল। ওখনেতে শূন্য পথে কালিকাহামিছে। ধেই২ ভূক্ত প্রেতভা কিনী নাচিছে। এখানে বিজ। মন্ত মাতঙ্গের প্রায় অসি করে রাজারে নাশিতে শীঘ্ৰ ধায়। সভা মাঝে বসিয়ে আছেন মহী পাল। হেনকালে উপনীত বিজয় গোপাল ৷ শিশুদেখে শিহরি য়ে উঠেসভাজন। রাজা বলে পাত্র মিত্র এ আর কেমন ॥বিজয় বলেন আজি যাও যমালয়। জানন অভয় মোরে দিয়েছে অম্ভ য়৷এত বলি প্রেমাদিত্যে সহিত স্ববংশ। রসিক কহিছে শিশু করলেনধ,ংস ৷