পাতা:জীবন তারা.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

by জীবন তাবা। অথ পঞ্চহাট বর্ণন । ত্রিপদী। দেখে পুরী পঞ্চহাটা, চারিদিগে পবিপাটী, নদী fজন দিব্য গড় হান। ফটকে শেফাই খাড়া, সদত দিতেছে তাড়, দ্বারেং কোটালেবাথান ॥ভূপতির দপদপাকোটালের ঐ জপা,পাছে রাজ্যে ঘটে কোন দায়। আজ্ঞ যদি পায় উন, কবে বৈসে চার গুণ, কার সাধ্য এড়াইয়া য়ায় ॥ছলে যদি পায়চোর, অমনি লাগায়েঘোব, উড়ায় জুতাব চটচটি। লাঠি বদ কেবহুড়া,কবে ফেলে হাড়গুড়,মারিয়ে ফাটায় পটপটি কেহ আলি দড় বড়, স্বজোরে লাগায় চড়, কড়মড় দশনে দশন বিকট দেখিয়ে রায়, ভাবিতেই যায়, ভযে কলে ভবাণী স্মরণ ॥ ফটক হইয়া পার, রাজ কীৰ্ত্তি চমৎকার, স্থানে২ দেখে দেব। লয়। কোন স্থানে গুপ্ত কাশী, বতরণ অন্ন বাশি; অন্নদা শঙ্কর শিলা ॥কোন স্থনে শোভন,দেখে গুপ্ত দাবন, কোন স্থানে গীতবাদ্য রঙ্গ মৃদঙ্গ বাজয় রঙ্গ,কালোয়ান্তী চতুরঙ্গ গায় গীত রুষ্ক প্রসঙ্গ ॥বাজিছে মধুর বীণ, গতি নাই গো বিন্দবিনে, দনগেল বল মনে হরি, সেতাব বাজিছে ঘন, সে তারা ভজরে মন, যার নামে ভব সিন্ধু তরি। এই ৰূপ রস যত, দেখে যায় কত শত,শত শঙ্কর স্থাপন। দিবানিশি ঘড়ি2.বাজে শঙ্খ ঘণ্টা ঘড়ি,দ্বিজ করে বেদ উচ্চারণ। যার ধীর ধীবেs, দেখে চারি দিগে ফিরে,নানা জাতি জাতির ভবন । ব্রাহ্মণ কলিন বড়, পুবাণে নিপুণ দড়,স্থানে চৌপাটা শোভন। কা রস্থ বিদ্যার ডালি, করস্থ কলম কালী,সংসদ্ধশেন্তে উদ্ভব ।