পাতা:জীবন তারা.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন তারা। wo উত্তাপ;বিরহিণী বাঁচি কি প্রকারে H জ্যৈষ্ঠ মাসে ঘরে বসি, পাকাঅমুকার রসিকারআমি সৰ্ব্বদা রোদল। নাগর নাহিক ঘরে,সেরসি খাওয়াইকারে,রসিতেরসিয়াউঠেমনাআষাঢ়ে না স্বরেবাক,শুনে নীরদের ডাক,বিষম ভেকের মেকামেকিসঘনে বরিষেবারী, বারী করে প্রাণ বারি, কান্ত বিনে বড় ঠেকা ঠেকি৷শ্রাবণেতে আছে ধরা,বর্ষায় ভাসায়ধরা,চান্তকী মেঘের জল পিয়ে। বিনে কান্ত নবঘন,আমি কাদি ঘন২, সে জল দে জল দে বলিয়ে ॥শরৎকাল ভাদ্র মাস, শশী করে সর্বনাশ, কান্তি চেরে কান্ত পড়ে মনে। চন্দ্রের রমণী তারা,চন্দ্র ঘেরে থাকে তারা,বল বাচে এভার কেমনে। আশ্বিনেতে দুর্গোৎসব,নিব৷ যেতে আইসে সব, ষে যেখানে থাকে কৰ্ম্ম স্থানে ॥ ধনে মনে প্রেম রসে, অগ্ৰেতেরমণী তোষেঃ মোরে ফুলবাণ বাণ হানে ॥ কাৰ্ত্তিকে হিমানীবড়, ভয়ে লোক জড় সড়, জরে পাছে করে প্রাণে হানি। আমিমরিকাময়ূরে,অন্য জ্বরে কিবা করে,নাহি মানকিসের হিমানী অগ্রহায়ণ মাসে প্রায়, সকলে নুতন খায়, হাটে মাঠে নুতন ষেকত। আমার হয়েছে সার, পুরাণ বোদন আর,ন ঘুচিল জনমের মত। পৌষ মাসেঘোর শীতে, যেমন দুঃখিনী সীতে, নিশিতে তেমনি ভাবি আমি । করেন নীলকণ্ঠকি,যেন লোশয্যা কণ্টকি,জানেন শ্ৰীকৃষ্ণ অন্তর্যামী মাধেতেবাঘেরপ্রায়,স্বতনবসন্তধায়,সঘনে কংকারে মধুকর কুসুম প্রফুল্ল হয়,মলয় বাতাসবয়,হতাশ কম্পিত কলেবর। ফাল্গুণে কৃষ্ণের দোলে,যারা থাকে পতি কোলে, করে ফাগু