পাতা:জীবন তারা.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Jy জীবন তারা । নাহি বল,উপায় বল, হয়েছি দুৰ্ব্বল অতি, কামিনীর বল সম্বল পতি, সে বল হলো দেশান্তরী হর্যে বল ॥ নিতান্ত সগেছি মনঃপতিতে,দয়াময়ী কেন নিদয় এপতিতে, হলো বহুকাল অতীত,পতি সে তীর্থে র অতিথ, অতিথ কর শঙ্করি দুঃখানল ॥ ধ্রু॥ পয়ার । ক স্বৰূপ করাল দ্বদনি কাত্যায়নি। কিঙ্করীরে ফ্লপ কর কমল ময়নী। কাতরে মা তোরে ডাকি করুণ করি রেকরকাল দুঃখদুর্কটাক্ষে চাহিয়ে একান্তব্যাকুল চিন্তু কান্ত প্রতিকুলে।কুল কুণ্ডলিনি কুল ८ाङ्भि অর্কুলে৷ কাশী শ্বরি করপুটে করি নিবেদন। কিঞ্চিৎকরুণাকণাকর বিতরণ। কালী নামে কতগুণ কার মাধ্য কয় কি কহিব বেদ কারকের কৰ্ম্ম নয় কবি কঙ্কণের কাব্য শুনেছি চণ্ডীতে। কমলে কামিনী ইহলে শ্ৰীমস্তে ছলিতে॥কালকেতু প্রতি রুপ করিয়ে কাননে। কত ধন দিলে কেবা কৰে একাননে কি করি কিঙ্করী করি কষ্টে কাল ক্ষয় ।কাস্তুের বিচ্ছেদ দুঃখ একান্ত না সয়৷ কৃপা দানে কৃপণতা কিসের কারণ। কৃপাময়ী নামে কি মা কলঙ্ক ভূষণ ॥ কৌশিকি গোকাল কান্ত কৃচান্ত দলিনি। কান্ত দেহি কান্ত দেহিকালি কপালিনি। কাতরানুকম্প কালি আমি মা কাত্তর কঙ্কালবিকট কন্থি কৃত কাঞ্চি করা। কামাক্ষ্য কোঁ মারি কলাবতি কুদ্ধযেনি।কুলজাকুরঙ্গী নেত্রী কামারি কামি নি॥কামেশ্বর কামৰূপ কুটিল কুন্তলা । কটা রুশাকৃত কর্ণ