পাতা:জীবন তারা.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন তারা । SA tয ৰূপে তার যোগিনী সাজিল জীবন তারার খেলা রসিক রচিল । অথ তারামণির সন্যাসিনীর বেশ। রাগিণী ঝিঝিট । তাল জৎ ৷ নিকুঞ্জে কি সাজেরাই পরে কুঞ্জ ফুলের হার। হরিতে হরির মনোসুখেকরিতে বেহারাসখী মেলি নানাযুথে, গাঁথি ফুল বিনি সুতে, छूल ইতে নন্দসুতে, গলে দিল ত্রীরাধার॥ ধ্রু॥ ত্রিপদী ॥ প্রবেশ করিয়ে বনে, লয়ে নিজ দাসীগণে, কহে সতী পতির সংবাদ। হাসি২বিনোদিনী,সাজে দিব্য সন্যাসি নী,রঙ্গে পাতে পতি ছল ফাঁদ। বিনোদ কবৰী খুলে, জটা ভার করে চুলে, বিনাইয়া বিবিধ প্রকারে। নীলাম্বর ত্যজ্য করি, বাঘ ছাল অঙ্গে পরি, ত্যজিলেন স্বর্ণ অলঙ্কারে। রুদ্রা ক্ষেরমালাগলে, পরিলেন কুতূহলে,রসৰতী আনন্দে মাতিয়ে। ছাই মাথে সোণ গায়, পরম যোগিনী প্রায়, বসিলেন সূর্য্যে রে জিনিয়ে ॥লয়ে দণ্ডকমণ্ডলে, যোগাসনেযোগ ছলে, রহি লেনপাত ছলবারে। সম্মুখে জালিয়ে ধুনী, করে ধনি শিব ধূনি, ধন্য ধনি বাখানি তাহারে ৷ আছিল সঙ্গিণী যারা, তারার আজ্ঞায় তারা,চার জনে মাজেসন্যাসিনী করে বিহু তির গোলা,যুখে বলে বৰ্মভোলা,যেন তত্বজ্ঞানে উন্মাদিনী। চাঁদে যেন ঘেরে তারা, তারার চৌদিগে তারা,হাসি হাসি ব য ল তখন ভাম অস্তাচলে চলে,কমলিনী জলে জ্বলে, শশী আসি In w in