পাতা:জীবন তারা.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 জীবন তারা । খ্যাত ধরায়। সেবি তার পাদপদ্ম মোক্ষ পদ আশে । সঙ্গেই দাসী মোব যাই তীৰ্থ বাসে৷কি কহিব গুণ শিলাকত জটাধারী এক ধাব বলি তার ধাব নাহি ধাবি। কলেছেন আমাদের জ্ঞান চক্ষু দান। কে আছে যোগিনী আর তাহার সমান৷ শুনে যোগী বলে একি বলিলে বচন। পরিচয়ে জানিলাম মহৎ যেমন ॥এই হেতু লোকে লয় মহং আশ্রয়। সৎসঙ্গে কাশীবাস কথা মিথ্যা নয়। দাসী হয়ে তোমরা এমন সংজ্ঞানী । না জানি কেমন নারায়ণীঠাকুরাণী যোগিনীরা বলে তার চমৎকার গুণ । অ৷ গনি এখানেকেন জালিয়া আগুণ ॥কোন তীর্থে আশ্রম যাবেন কোথাকারে সত্য বল করিশিষ্য জিজ্ঞাসি তোমারে। সন্যাসী বলেন থাকি বদরিকাশ্রমে। আসিয়াছি যাব আমি ঐ পুরুষে জমে। কাশীধামে যোগেশ্বরআকড়ার গোসাঞি। যোগ শিক্ষা কিঞ্চিং করেছি তাঁর ঠাই ॥নারায়ণী যোগিনীর শুনিয়ে সংবাদ অন্তরে আমার বড় বাড়িল আহলাদ ॥কেমনযোগিনী তিনিদে খিব নয়নে। সঙ্গেযদি লয়ে যাও যাই দরশনে uসন্যাসিনীসক লে কহিছে হাসি২। কেমনে যাইবে তুমি সামান্য সন্যাসী তো মারে দেখিয়ে যদি কোপদৃষ্টেচন। অমনি হইবে ভস্ম কেকরি বেরণ। তবে এক উপায় আছয়ে জটাধারী। যখন হইবে দুই প্রহর শর্করী॥দাঁড়াইয়ে রবে তুমি ফটকের দ্বারে। আসিবেন নারায়ণী পূজিতেশঙ্করে। ষোড়হন্তে অমনিসম্মুখেদাঁড়াইবে জিজ্ঞাসিলে ভূত্য বলে পরিচয় দিবে। মায়ী না বলবে ভাবে হও সাবধান। ওকথায় ক্রোধে হন অনল সমান ৷ সন্যাসীরে