পাতা:জীবন তারা.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন তাবা। 8(t এত বল্যে সন্যাসিনীগণে আনন্দেচলিয়ে গেল মধ,কুঞ্জবনে সন্যাসীর কথা তারা তারারে জানায়। পশ্চাতে সন্যাসী আসি ফটকে দাড়ায় ৷ নারীট নিবাসী ইষ্টদেব পরাৎপর । অভয়া চরণ তর্ক সিদ্ধান্ত সত্বর ৷ তার পাদপদ্ম করি হৃদয়ে ধারণ । করল রসিক চন্দ্র গ্রন্থ বিরচন। অর্থ সন্যাসিনীর শিব পূজাছল। তাল জৎ । করে কিরঙ্গ তারামণি। ভালতেরঙ্গিণী,প্রেম তবক্ষিণী, শশী པཱ་ཨཱི་ হাসি২, গায়ে মাখে ভস্ম রাশি, গুণ সাগর নগরে ছলিতে। নাগর যেমন রসিকমণ, তদধিক সে রমণ মুনির মনোহরাবিনোদিনী ॥ ধ্রু ॥ " পয়ার ॥ সখী মুখে সন্যাসীর সংবাদ শুনিয়ে । সুন্দরীর সুখসদ্ধ পড়ে উথলিয়ে॥দেখিয়ে গভীর নিশি মনঃস্থির নাই। ভাবে ধনিকি আশ্চৰ্য্য নাথেরে দেখাই ৷ এক জাতি পাথরের গুড়া সঙ্গে ছিল। ভষ্মের সহিত রঙ্গে অঙ্গেতে মাখিল ॥আনলের শিখযেনলাগিল জুলতে। শিবপূজা ছলে যায়নাথের ছলি তে। আগেংগিয়া সখী ফটক খুলিল। ধীরেংশশী মুখীবাহির হইল ॥ নিরীক্ষণ করে যোগী থাকিয়া অন্তর। তেজস্বিনী যোগ নী দেখিয়া লাগে ডর ॥কেমনে নিকটে যাৰ ভাবেন অন্তরে । কি জানি যদ্যপি ভস্ম করে ক্ৰোধ ভরে । অনলের শিখা যেন জুলে কলেবরোন দেখি সামান্য হবে মান্য চরাচরে। ভয়ে