পাতা:জীবন তারা.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৬ জীবন তারা। আশাভঙ্গ দিয়ে যাওয়াবিধি নয়। যোগে রণে আলাপনৈ ন৷ করবে ভয়৷ আশাৰূপতরুর ভরসা হয় মূল। আশাতে ভর স1হৈলে কার্য্যের প্রতুল ॥প্রহ্নাদের কৃষ্ণ পাদ পদ্মে আশা ছিল। ভরসা করিয়া ভবে বিপদে তরিল৷ অতএব ভরসা করি য়া যাই তবে । বিধির লিখন ভাগ্যে যে থাকেসে হাৰ ৷ এই ৰূপেসাতপাঁচ ভাবি অভিপ্রায়। যোড়হন্তে গল্প বাস্ত্রসম্মুখে দাঁড়ায়। তা দেখিয়ে অন্তরে উল্লাস তারামণি। রঙ্গ করি জিজ্ঞাসেনকে বট আপনি সন্যাসী বলেন নারায়ণী নমস্কার । আমিকাশীবাসী ভৃত্যচিহ্নিত তোমার। শুনিয়ে ঈষৎ হাসি লয়োসঙ্গিণীরে রঙ্গিণীচলিয়াগেল শিবের মন্দিরে বিলুদলে শিৰ পূজা তৎপর করিয়ে। অস্তে ব্যস্তে যায় ধনি সঙ্গিণী লই য়ে সন্যাসী আসিয়া পুনঃমৃন্মুখে দাঁড়ায় কে ভূমিবলয় তারাজিজ্ঞাসেন তায় সন্যাসী বলেন আমি ভূত্য যোগেশ্বরী। শুনিয়ে ঈষৎ হাসি চলিল সুন্দরী ৷ সন্যাসী না ছাড়ে সঙ্গ পিছে২যায়। ফটকের দ্বার গিয়ে সম্মুখে দাড়ায় ৷ কে তুমি বলিয়া পুনঃযোগিনী জিজ্ঞাসে মুখে বহির্বাস দিয়ে সঙ্গীর হাসে ॥সন্যাসী বলেন মোর কাশীতে আশ্রম। দর্শনে ধাইব আমি ঐ পুরুষোত্তম। এদেশে আসিয়াশুনে মহিমা তোমার । আসিয়াছি কিঞ্চিৎশিখিতে যোগাচার॥শুনিয়া চতুরা তার কহেনদাসীরে। আইস তবে সঙ্গে করে লয়ে সন্যাসীরে ॥ আজ্ঞা দিয়া ত্বরায় চলিল তারামণি রসিক কহিছে ভাল রসিক রমণী ॥