পাতা:জীবন তারা.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন তারা । 8ጓ অথ সখী সঙ্গে যোগিনীর কথা । ভাল যোগ করে আজ যোগাসনে বসেছে সুন্দরী। যেমন নাগর ধূৰ্ত্ত তেমনি নগরী। কি রঙ্গ করে রঙ্গিণী,কামিনী প্রেম তরঙ্গিণী সুগভীর প্রেম সাগর নাগরে ভুলায়। রসিক রমণী ধনিকি রঙ্গ ঘটায়। সাবাসি২ হাসি পায় দেখে চাতুরি ॥ ধ্রু ॥ পয়ার প্রবেশিয়েরমবর্তী মধু কুঞ্জবনে সম্মুখে জুলি য়ে অগ্নি বৈসে যোগাসনে। যোগিনীর চারিদিগে বৈসে চারি দাসী। নিকটে আসন পাতি বসিল সন্যাসী। যোগিনী করিম্নে চলমুদিয়েনয়ন যেন কত ধ্যানেধনরহিল তখন ॥ প্রফুল্প ফুলের গন্ধে সকলে অস্থির মলয় সমীর যেন হানিতেছে তীর। কুহবে কোকিল আর গুঞ্জবে ভ্রমর শিহরিল যোগিনী যোগীর কলেবর ॥হরগৌরী ভ্ৰমেতে মদন হানেবাণ কামে মত্ত ক মিনী সন্যাসী পানে চান৷হাসিয়া ৰহিছে হীরামণি সহচরী । যোগের ঈশ্বৰী কিছু নিবেদন করি ৷ আশয়ে তোমার কাছে আসিয়াছে যোগী। যোগীর বিষয়ে কিছু হওমনোযোগী ॥উৎ যোগী হয়েছে বড় শিখিবারে যোগ । শিখাও যাহাতে হয় জ্ঞানের সংযোগ ॥শুনিয়ে দাসীর কথা হাসিলৰূপসী করে যদি পাই আমি আকাশেব শশী ৷ অনুকম্প হয়ে যদি বলেন শঙ্করী তথাপি মূখের সঙ্গে আলাপন করি। কারে যোগ শিখাইতে বলিলৈ সঙ্গিণী। শিখালে কি শিখে চোর ধর্মের কাহিনী । এ