পাতা:জীবন তারা.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন তারা । গরে কেমনে পারপাই৷ কি কব অধিক মেনে মোরে ধিক । কি রস প্রকাশ করে জামাইরসিক ॥ রাণীর লজ্জার খেদ । রাগিণীমোল্লার। তাল তিয়োট । মরমেতেমরি ওলো কি হবে কি হবে । मूल না দেখাব করে থাকিব নিববে ॥ গিয়াছে মান গৌরব উঠে যদি একুরব, কেমনে লে। গৃহে রব, ভৈরব মজালে ভৰে ॥ ধ্রু॥ ভঙ্গ ত্রিপদী। লাজেরাণী কাইছে শিহরি, ননদিলে। সব পরিহরি চল লে। ত্যজি জীবন, যে লজ্জা দিলে জীবন, কি লাঞ্ছন। হরি হরি হবি ॥কেমন মন কবে, কর দিয়াছি জামাই য়ের করোভয়ে বাক্যনাহি সরে,কেন্দ্রনাবেরাজ্যেশ্বরে,তনু কাপে থরে থরে থরে ॥ কেবা কৰে শুনাবে রাজায়, অর্মনি যে মবিব লজ্জায় ভয়েন্তে লোমাঞ্চ দেহ, কি করিব যুক্তিদেহ, ভেৰে প্রাণ যায় যায় যায়। লাজে আখি করে চল২,জীবনের এ কেমন ছল। কি ভাবি উনিশ বিশ, এখনি খাইব বিষ, ননদি লো চল চল চল ॥কি রঙ্গ করিল বংশীধর, ভয়ে শুকাইল ওষ্ঠাধর । এ কথাকহিব কায়,ভয়েতে ফাঁপিছে কায়,ধনিমোরে ধর ধর ধর কথা শুনে হয়েছি দুৰ্ব্বল, যেন কে হরিয়ে লৈল বল। জামাই কি ছলে আইল,ছিছিকি ঘূর্ণ আইলো, কোথাযাব বল বল বল। মরি মরি করি কি উপায়, কৃষ্ণ মোরে ঠেলেছেনপায়। রঙ্গ শুনে অঙ্গস্থলে,এখন সুৰৰ জলে,চল বাইপারপারপায়। কৃষ্ণ