পাতা:জীবন তারা.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন তাঁর । a'i র কপালে কি লিখন। ভাবি তাই মনে মনে, এ বায়সে বনে বনে, ভ্ৰমিতে বিধাত পাঠাইল । খল হাসে খল খল, দুটি অখি ছল ছল,শত্রুর মানস পূর্ণ হৈল। দুখে তনু জর২, কা পিতেছি থর থর, ধর ধরবাপধন প্যারী। কি হইল বল বল, কোথা যাচল চল, আর দুঃখ সহিতে না পারি। উরু কাপে গুৰু গুরু,হিয়া কবে দুরু দুরু, ভয়ে ভীত কনন কেবিয়ে ব্যাঘ্ৰ ভয় স্থানে স্থানে, কি প্রকাবে প্রণে প্রাণে, বাচাইব কেমন করি য়ে। কি আনন্দ মনে মনে, যুত শত্ৰুগণে গণে, বিধাত সাধিল একি বাদ ভেবে প্রাণ যায় যায়, ফিরে শত্ত্ব পায় পায়, কি উপায় ঘটিল প্রমাদ। প্যারী বলে শুন শুন, জননি গো পুনঃ পুনঃকেন মিছে কবিছ রোদন মুখে বল হরহরি, দুঃখ লৰে হরি হরি, হরি নাম বিপদ ভঞ্জন। যেজন অধরে ধরে, নাম জপ করে কধে, তাহীর বিপদ হরে হরি। আই নাম ধন্য ধন্য, আর যত অন্য অন্য,অনিত্য ভাবন করে মরি। মুখে বল হরে হরে, তাহে দুঃখ হরে হবে, শাস্ত্রে গুনি ব্যাসের বচন। ষেবা প্রেমভাবে ভাবে, তার ফল পাবে পাবে, উচ্চৈঃস্বরে কর উচ্চারণ ॥যেবা ভক্তি বলে বলে, নিজ শত্ত্বদলে দলে, স্থানে২ পুরাণেতে উক্ত কেন কর ভয়ভয়, সদা বল জয় জয়, রাধাকৃষ্ণ কর মোরে মুক্ত। কৃষ্ণ নাম ধর ধর, তিনি ধরাধর ধব, বংশীধর জলদ বরণ। শরীর অবশে বসে, সৰ্ব্বদা ঐ রসে রসে, দীন হীন রসিকের মন ॥