পাতা:জীবন তারা.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন তারা । १8 নিতে যে ফল। এক ফিরে আইলি কেন তিনিকোথাবল ৷ কান্দিয়া কহুিছে প্যারী কি কব জননী। এত দিনে কাঙ্গালি করিল পদ্মযোনি । তৰু হৈতে পড়ে প্রাণ ত্যজিলেন পিতে । বুঝিলাম ভাগ্য দোষে কালিকাকুপিতে৷ শুনি ষে অধবা রাণী পড়িলেন ধরা। কপালেতে হানে কর হইয়ে কাতর। উচ্চৈঃ স্বরে কান্দিয়া কহিছে ওরে প্যারী কি শুনালি এ যাতনা সহি তেনা পারি। কৃষ্ণ কি ভাঙ্গিয়াদিল অদৃষ্ট আমার। তন্ত্র হৈল তার বিচ্ছেদের অধিকার। এত বলি প্যারীলালে সঙ্গে লয়্যে যায়।দেখে মৃত্তিকায় পড়ে আছে মৃত্যুকায়॥শব দেখে দুনয় নেবহে অশ্রুধারা। কান্দ্যে বলে এ সময় কোথাগো মাতাবা৷ তারার নয়নতারা তারা কি হরিলি পাথরের মায়ে গোমা পাথারে ভাসালি। আমরা যে দাস দাসী তোমার ভবানী । শুনিয়াছি জননি গোত্ৰমুখের বাণী ॥মোর দুঃখ দেখে হয়েf ছিলে শুক শারী। আজি কেননিদয়া গোনগেন্দ্র কুমার। এই ৰূপে হাহাকার করে তারা সতী। ভাসে আখি জলের তরঙ্গে বসুমতি ॥ওরে বাছাপার দেহ সাজাইয়ে চিন্তে সমৃত৷ যাবসাধ নাহিরে বাচিতে ॥ রসিক কহিছে রাণী ধৈর্য্য হয়ে শুন । জীবন জীবনদান পাইবেন পুনঃ ॥ অথ প্যারী ও মতিলালের প্রাণ ত্যাগ । রাগিণী বাহার। ভাল কাওয়ালি। মনরে। ভবার্ণবে ভাব কৃষ্ণ সারাৎসার । এ সংসার, সব অসার, সার মাত্র নাহি কিছু