পাতা:জীবন তারা.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন তারা। 7{。 কামিনী নয়,বুঝি স্থির সৌদামিনী হীরে। কিম্বাসে গগণ শশী, ভূতলেপড়েছে খাস,কেন আইলি চল যাইফিরে হীরে বলে ধীরে চল,কাছে গিয়ে দেখে বল, রসিক দিলেন তাহে সায় । কামিনীর সে মধুৰী, কাছে গিয়ে দৃষ্ট করি, কোটাল পড়িল ভাবনায় । অথ কোটালদের অনুভুব। রাগিণী আলিয়৷ তাল একতাল।। কে রমণী করে কি চিস্তোহেবহেরকের পার কি চিন্তে। এ কার ঘরণী,নবীন তরুণী,ৰূপে পারে ধনি ধরণী জিন্তে ॥ জিৰে সৌদামিনী, কামিনীকাননে,নলিনী দলিনী ও ধনি বদনে পদ নখে শশী ধবেছে ৰূপসী, কাহার প্রিয় সীত্যজিল কান্তে ॥ ধ্রু॥ পয়ার। দেখিয়। রাণীর ৰূপ মোহিত হইয় । কোটাল কহিছে দেখ দেখরে চাহিয়৷ এমনৰূপসীকছু দেখি নাই আব স্বর্গেতে নাহিক মিলে মত কোনছার ॥এক ঠাইশতচন্দ্র হইলে উদয়। তবু এৰূপর তুল্য হয় কিবানয় ॥দেব কন্যাযক্ষ কন্য কিম্বা নাগকন্যা। বুঝি অভিমানে জার্সি কান্দিছে অরণ্যে" ॥ আর জনবলে কথা শুনে হাসি পায়। নাগকন্যা হবে যদি ল্য। জটা কোথায়। আমাদের পনে চায়ো রহিয়াছে ধান । নাগ কন্যা হৈলে ফণী ধরিত এখনি। কহে আর জন এটা কি মূখ রে ভাই। পুরাণে পুরাণকথাকভু শুনেনাই।পাতালেতে নাগ