পাতা:জীবন তারা.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন তারা। b. ? নদন। কহিলাম ওরে বাপু মোর পরিচয়। তোরকারী সত্য বল যাক মোর ভয় ॥দুঃখ শুনেকোটালের বাক্য নাহি ঘরে। মনে দুঃখে নয়ন ছলং করে ৷ বলিন্তে না পাবে কিছু মায়ার মোহিয়৷রহিল সে অধোমুখে গালে হাত দিয়া। কোটালের মেজ ভাইরুষিয়া কহিছে।দেখিয়া দাদার রীত সৰ্ব্বাঙ্গ কাপিছে পরিচয় কহুিতে দাদার কৰ্ম্ম নয়। শুন লে! কামিনী আমি ৰলি পরিচয়। বনের দক্ষিণে আছে চন্দ্র নামে পুর । প্রেমাদিত্য মঙ্গরাজা তাহার ঠাকুর ত্বাহার কোটাল মোর আইলামবনে রাজা পাঠাইল লৈতেতোমার নন্দনে। কান্দিয়া কহেন রাণী ও বাপুকোটাল মোর পুত্ৰ লয়ে কি করিবেমহীপাল ॥কে টল কহিছে শুন তার কথা বলি । ইহারে কালীর কাছে দিৰে নরবলি ॥শুনিয়ে অমনিরাণীকান্দে উচ্চৈঃস্বরে। অধরা হইয়ে পড়ে ধরার উপবে॥কৰি প্যার মোহনের যুক্তি করি সার। কহিছে রসিকচন্দ্র খেলা অন্নদার। অথ রাণীর বিনয় । রাগিণী খাম্বাজ। তাল মধ্যমানে ঠেকা। কেটাল রে অব কেন দেহ এ দণ্ড দণ্ডে২ দণ্ডে বিধি এই দেখ যম দণ্ড ॥ একি প্রতাপাদোদণ্ড,স্থির নহে এক দুগু, কবেত্তে লয়ে কোদণ্ড, মারিতে উদণ্ড ॥ ধ্রু॥ "স ত্রিপদী। কাব্দে রাণী অধরা হইয়ে। নানা ছাদে বিনিয়েই কতোয়াল ওরে বাপু, পরাণ গণিছে হাপু, তোর কটু বচন ॥x२ll,