পাতা:জীবন যামিনী.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন যাক্ষিী । ఫెనీ, ক্রোধে কম্পান্বিত হয়ে কহিছে বচন । কেরে তুই মরণের ঔষধি বেঁধেছ । , আগত হয়েছে কাল নিকটে এসেছn . অামি লয়ে যাইতেছি আপন ভাৰ্য্যাম । তুমি কেন কেঁদে মর একি ষোর দায় । ۹:ر ফের যদি কথা কহ কেরেতে ফেলিব । শমন ভবনে ভোরে অামি পাঠাইৰ । এত শুনি জীবন হইল ক্রোধাম্বিত । , তিরস্কার ধনাঢোৱে করে যথোচিত । ক্রমেতে উভয়ে ভাল সমর বৃদিল । পতির বিপদে ধনী কাতর হইল ॥৯ নৃপ সুত, গুণযুত, মজবুত, রণে। করে জোৱ, মুখে সোর, অতি ঘোর, মনে t! নৃপবরে, জোরে ধরে, ধরা পরে, ফেলে । মারে কিল, লাগে খিল, ৰলে দিল, ফেলে । চটচট, ঘটশষট, পটাপট শব্দ । ময়দান, কম্পবান, যত বাণ, স্তন্ধ if এইরূপে, যুদ্ধ কুপে, দুই ভূপে, মগ্ন । । কেহ কারে, নাহি পারে, হার+বারে, যত্ন । . নৃপসুত, রোষযুত, পেয়ে জুত, ধরে । শেষে বুকে, চাপে সুখে,ফেলে দুখে, পরে ון বুকে চাপি দম্প করি কহিছে জীবন। ভেরে ৰেট কেট ভোরে রাখিবে এখন-1 যত বল করেছিল ফুরাল সকল । এখনি উচিত মতে দিব প্রতিফক্স। হনকালে রণস্থলে অশ্বারোহিগণ ।