পাতা:জীবন যামিনী.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন ৰামিনী । Ꮌ? বিশেষতঃ বর্ণনা করেছি সমুদয়৷ জীবন যামিনী দোহে প্রকাশ্য মিলনে । নিরবধি এক স্থানে রঙ্গে হৃষ্ট মনে । রাজ রাণী জামতা পাইয়ে মম মত । আনন্দেতে দিবানিশি মগ্ন অবিরত ৷ জীবনের যামিনী সহ স্বদেশে গমম । এইরূপে কিছুকাল বঞ্চে যুবরাজ । স্বদেশে যাইতে হবে ইথে নাহি বTাজ ৷ এক দিন নৃপবরে কছিল কুমার । অধিক চঞ্চল মন হয়েছে আমার ! যাইব আপন দেশে দেহ অনুমতি , জনক জননী হেতু স্থির নাই মতি ; আবার আসিব হেথা শুন দ গুধম | রহিতে মা পারি অার হয়েছি কাতর । জীবনের বাক্যে রাজা সুখে দিল সায়। জীবন যামিমী লয়ে স্বদেশেঙে যায় । কিছু দিন পরে তবে নৃপতি তময়। ক্রমে উত্তরিল আসি অাপন আলয় । রাজা রাণী কেঁদে কেদে হয়ে ছিল সারা ; হারা পুত্র পেয়ে গৃহে জড়াইল তারা। পুত্র পুउच्च বধু লয়ে আনন্দে অপার। সকল গৃহেতে হল আনন্দ সঞ্চার ॥ সমাণ্ডোয়ং গ্রন্থঃ !