পাতা:জীবন যামিনী.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন যামিনী । \? আনন্দে আনন্দময়ী পোঙ্গে হৃষ্টমনে । অামি অতি অভাগিনী ভজন কি জানি । বিশেষ অবল জাতী ওগো ভবরাণী । । ত্বংহিশিব মনোরমা অশিব নাশিনী । দুরন্ত নিশুম্ভ শুভূ বিনাশ কারিণী ॥ জগত ঈশ্বরী ভূয়ী মোক্ষ প্রদায়িনী । ঘোর রূপ মহামায়। ঘর্ঘর নাদিনী ॥ শবাসনা ত্রিনয়ন ত্রিশূল ধারিণী। স্বর রিপু বিনাশিনী অভয় দায়িনী । কাল কান্ত কাল ৰূপ! কপাল মালিনী । কৌমারী কামদা কালী ত্রিপান্ত কারিণী । অউ অউ ঘোর ঘউ মৃদু হাস হাসিকে । লউ পাউ কেশজাল কিবে শোভা ধারিকে ॥ বিশ্বজয়ি কৃপাময়ি গিরি রাজ বালিকে । চণ্ড মুগু নিপাতিনি রক্তদন্তি কালিকে । স্কুলোলিত নৃত্য গীত হুর মনে হারিকে । সত্ব রজ তমগুণে ত্ৰিভুবন পালিকে- t! হর দুঃখ হর জায়া নাহি সহে যন্ত্রণা । do. দয়া করি সিদ্ধ কর অধীনীর কামনা । তারাৰতীর পুত্র বর প্রাপ্ত। । এই রূপে প্রতি দিন রহে মুগ্ধমতী । তারা আরাধন করে সতী অঞ্চল্গুণৱতী । ভক্তের অধীন হন ভকত বৎসুলা । তারার তপের বলে হলেন চঞ্চল৷ সন্তুষ্ট হইয়ে দেবী হাসিতে হাসিতে । করি তারি অারোহিয়ে এলেন মহীত্নে৷